সিনেমার পর্দায় সাহসী আর সংবেদনশীল চরিত্রে যাকে দেখা যায়, বাস্তব জীবনেও তিনি ঠিক ততটাই সোজাসাপটা আর অনড়। অভিনেত্রী সায়ামি খের। সম্প্রতি জানালেন এমনই এক অভিজ্ঞতার কথা, যা তাঁকে নড়িয়ে দিয়েছিল কিশোরী বয়সেই। মাত্র ১৯ বছর বয়সে পেয়েছিলেন আপত্তিকর প্রস্তাব। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই জানালেন সায়ামি নিজেই। একটি তেলুগু সিনেমায় কাজ করা নিয়ে তৈরি হয়েছিল এই বিতর্ক। ছবিতে সুযোগ পেতে হলে কম্প্রোমাইজ করতে হবে- এই শর্ত দিয়েছিলেন এক কাস্টিং এজেন্ট। এক সাক্ষাৎকারে তিনি ফাঁস করলেন নিজের প্রথম দিককার এই চাঞ্চল্যকর অভিজ্ঞতা, আমার তখন ১৯-২০ বছর বয়স। একজন এজেন্ট তেলুগু ছবির জন্য আমাকে ফোন করে বলেছিলেন, তুমি জানো তো, তোমাকে কম্প্রোমাইজ করতে হবে। কম্প্রোমাইজ শব্দটি শুনেই সায়ামি বুঝতে পারেন, সেই এজেন্ট কিসের ইঙ্গিত দিচ্ছেন। সাধারণত বিনোদন জগতে কম্প্রোমাইজ...
নারীর কাছ থেকেই আপত্তিকর প্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী সায়ামি
অনলাইন ডেস্ক
নারীকে নায়ক হিসেবে চান বাঁধন!
অনলাইন ডেস্ক
রেহানা মরিয়ম নূর খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন অভিনীত নতুন সিনেমা মুক্তির মিছিলে আছে। এশা মার্ডার : কর্মফল সিনেমাটি আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই এটি মুক্তির কথা শোনা গেলেও, আর মুক্তি পায়নি। এর আগে অভিনেত্রী জানিয়েছিলেন, সিনেমাটির কাজ সম্পূর্ণ শেষ হয়নি। এবার পরিচালক সানি সানোয়ার জানালেন, আসন্ন ঈদেই মুক্তি পাচ্ছে বাঁধনের নতুন এ সিনেমাটি। এতে বাঁধনকে দেখা যাকে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। এশা মার্ডার সিনেমার চরিত্র প্রসঙ্গে বাঁধন বলেন, চরিত্রটি করতে আমাকে অনেক প্রস্তুতি ও ট্রেনিং নিতে হয়েছে। অস্ত্র চালানো শিখতে হয়েছে। সব রকমের প্রস্তুতি নিয়েই ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। অভিনেত্রী আরও বলেন, ঈদে মুক্তির প্রস্তুতি নেয়া হচ্ছে। আশা করি সব ঠিক থাকলে প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি। এতে রহস্য,...
সিদ্দিককে পরপুরুষ বলে ফের বিয়ে করছেন মারিয়া মিম
অনলাইন ডেস্ক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম আবারো জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। ছয় বছর আগে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। এবার প্রেমিককে বিয়ে করার ঘোষণাও দিয়েছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনপ্রবাসী অভিনেত্রী। স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার থাকলেও ২০১৮ সালের শুরুতে বিনোদন জগতে কাজ করতে চান মারিয়া। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। যা এক পর্যায়ে ডিভোর্সে রূপ নেয়। ২০১৯ সালে বিচ্ছেদের মধ্যে দিয়ে আলাদা হয়ে যান এই জুটি। এরপর পেরিয়ে গেছে ৬ বছর। নতুন করে আবারও সম্পর্কে জড়িয়েছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম। সম্প্রতি ইনস্টাগ্রামে এক যুবকের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। যেখানে নিজের ভালোবাসার মানুষের চেহারা ঢেকে রাখলেও ওই যুবককে আমার ভালোবাসা বলেই সম্বোধন করেছেন এই মডেল ও...
মিশন ইম্পসিবলই কি টম ক্রুজের শেষ সিনেমা!
অনলাইন ডেস্ক

মিশন ইম্পসিবল, হলিউড অভিনেতা টম ক্রুজের আইকনিক সিনেমা। এ ফ্রাঞ্চাইজির সাতটি সিনেমা এ পর্যন্ত মুক্তি পেয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান মুক্তির প্রস্তুতি নিচ্ছে অষ্টম কিস্তি দ্য ফাইনাল রিকনিংর। ২৩ মে এটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে। ইতোমধ্যেই ভারতে মুক্তি পেয়ে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি। গত ১৪ মে কান চলচ্চিত্র উৎসবে জমকালো প্রিমিয়ার হয় ছবিটির। আইকনিক মিশন ইম্পসিবল থিম বাজতে বাজতেই রেড কার্পেটে হেঁটে এলেন টম ক্রুজ, পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি, অভিনেত্রী হেইলি অ্যাটওয়েল, সাইমন পেগ, অ্যাঞ্জেলা বাসেট ও হ্যানা ওয়াডিংহ্যাম।কান-এর মঞ্চে, পরিচালক ম্যাককোয়ারির মাস্টারক্লাস চলাকালীন হঠাৎ হাজির হলেন ক্রুজ। আর সেখানেই ধরা দিল তার ৩০ বছরের মিশন ইম্পসিবল যাত্রার আবেগমাখা স্মৃতিচারণা। তবে কি টম এবার থামছেন! নাকি এভাবেই কাজ করে যাবেন? অনেকেই...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর