মিঠাপুকুর স্বাস্থ্য কেন্দ্রে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু

মিঠাপুকুর স্বাস্থ্য কেন্দ্রে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু

রেজাউল করিম মানিক, রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অক্সিজেনের অভাবে মোশারফ হোসেন (৬২) নামে এক রোগী মারা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ রোগীর স্বজন এবং এলাকাবাসি হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেছে। তারা হাসপাতালের বেশকিছু আসবাব পত্র ভাংচুর করে। গতকাল রোববার গভীর রাতে এ ঘটনা ঘটেছে।

স্বজনদের অভিযোগ রোববার রাতে মিঠাপুকুর উপজেলার রশিদপুর গ্রামের মোশারফ হোসেন (৬২) নামে এক ব্যাক্তি অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আসে। তার প্রচন্ড শ্বাস কষ্ট হচ্ছিলো।  
হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তাদের হাসপাতালে কোন অক্সিজেন নেই। পরে রোগীর স্বজনরা উপজেলা সদরের একটি প্রাইভেট ক্লিনিক থেকে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে নিয়ে আসে।

কিন্তু অক্সিজেন দেবার কোন টেনেশিয়ান বা ডাক্তার না থাকায় রাত সোয়া ১১ টার দিকে ওই ব্যক্তি বিনা চিকিৎসায় মারা যায়। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসি হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করে। এসময় তারা হাসপাতালের বেশকিছু আসবাব পত্র ভাংচুর করে। খবর পেয়ে মিঠাপুকুর থানার পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  
এ ব্যাপারে হাসপাতালের টিএইচও ডা: আব্দুল হাকিমের সাথে যোগাযোগ করা হলে তিনি অক্সিজেন না থাকার কথা স্বীকার করেন।  

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

সম্পর্কিত খবর