বন্যা ও জোয়ারের পানিতে হাইমচরে পানের ব্যাপক ক্ষতি

বন্যা ও জোয়ারের পানিতে হাইমচরে পানের ব্যাপক ক্ষতি

খোকন কর্মকার, চাঁদপুর

দীর্ঘস্থায়ী বন্যা ও জোয়ারের পানিতে চাদঁপুরের হাইমচর উপজেলায় পানের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার তিন শতাধিক কৃষকের বেশিরভাগ বরজ পানি ঢুকে নষ্ট হয়েছে। আয়-উপাজর্নের একমাত্র পথ এভাবে ক্ষতি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন অনেক কৃষক। পানের উপর কোন প্রকল্প না থাকায় ক্ষতিগ্রস্থ চাষীদের পাশে নেই স্থানীয় কৃষি অফিসও।

news24bd.tvচাদঁপুরের হাইমচর উপজেলায় পানের চাষ পুরোনো। প্রতিবছর উপজেলাটিতে কম-বেশি প্রায় ২শ হেক্টর জমিতে পানের আবাদ হয়। চলতি মৌসুমে মেঘনা নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি ও অতিবৃষ্টি কারণে সৃষ্ট জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে এখনারকার অধিকাংশ বরজের পান গাছ। উপার্জনের একমাত্র মাধ্যম পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন অনেক কৃষক।

কৃষি বিভাগের তথ্য বলছে, এ বছর মোট আবাদকৃত জমির ৪২ ভাগ, ১৪শ ৭২ মেট্রিক টন পান ক্ষতিগ্রস্থ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, পানের উপর প্রকল্প না থাকায় এই মুহুর্তে ক্ষতিগ্রস্থ কৃষকদের সহযোগিতার কোন সুযোগ নেই।

হাইমচরে চলতি বছর ২শ ২০ হেক্টর জমিতে পানের চাষ হয়েছে।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ