লেবাননের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মুস্তফা আদিব

লেবাননের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মুস্তফা আদিব

অনলাইন ডেস্ক

বৈরুতে বিস্ফোরণের পর চরম সংকটে পড়া লেবাননের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জার্মানিতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মুস্তফা আদিব।   আর ইতোমধ্যেই দেশটির প্রধান সুন্নি রাজনৈতিক দল ফিউচার মুভমেন্ট আদিবকে প্রধানমন্ত্রী করায় সমর্থন দিয়েছে।

চলতি মাসের প্রথমদিকে রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে প্রায় ১৯০ জনের প্রাণহানির পর ব্যাপক সমালোচনা ও আন্দোলনের মুখে পদত্যাগ করে হাসান দিয়াবের নেতৃত্বাধীন সরকার। দেশটির প্রধান বন্দর বিধ্বস্ত হওয়ায় ১৯৭৫-৯০ সালের গৃহযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে লেবানন।

এমন কঠিন সংকটাপন্ন মুহূর্তেই দায়িত্ব যাচ্ছে মুস্তফা আদিবের হাতে। শিয়া রাজনৈতিক দল হিজবুল্লাহ এবং তাদের মিত্র আমাল মুভমেন্টও মুস্তফা আদিবকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিচ্ছে বলে রয়টার্সকে জানিয়েছেন দেশটির এক শীর্ষ শিয়া নেতা।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

সম্পর্কিত খবর