অনুমোদন ছাড়া হেপাটাইটিস-বি টিকা দেয়ায় বরিশালে ৫ জনকে কারাদণ্ড

অনুমোদন ছাড়া হেপাটাইটিস-বি টিকা দেয়ায় বরিশালে ৫ জনকে কারাদণ্ড

রাহাত খান, বরিশাল

সরকারি অনুমোদন ছাড়া উচ্চমূল্যে হেপাটাইটিস-বি ভাইরাসের টিকা দেয়ায় বরিশালে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে নগরীর টিটিসি লেনের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, একটি এনজিও-র ব্যানারে ওই এলাকায় আল আমিন ও তার চার সহযোগি হেপাটাইটিস টিকার ব্যবসা করে আসছিলেন। তাদের কারোর মেডিকেল কিংবা প্যারামেডিকেল শিক্ষা নেই।

এমনকি হেপাটাইটিস কোর্স সম্পর্কেও ধারণা নেই তাদের। নিম্নমানের ভ্যাকসিন কিনে তা উচ্চমূল্যে ছয়শ-র বেশি মানুষকে তারা প্রতারিত করেছেন।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

সম্পর্কিত খবর