ফেরদৌস আহমেদ কোরেশীর মৃত্যুতে ডা. জাফরুল্লাহর শোক

ফেরদৌস আহমেদ কোরেশীর মৃত্যুতে ডা. জাফরুল্লাহর শোক

তৌহিদ হায়দার

প্রখ্যাত রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রগতীশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) চেয়ারম্যান ড. ফেরদৌস আহমেদ কোরেশীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

এর আগে সোমবার (৩১ আগস্ট) দুপুর ৩টার দিকেরাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

তার স্ত্রী নিলুফার পান্না কোরেশী সাংবাদিকদের বলেছেন, ক্যান্টনমেন্টে মেয়ের বাসায় দুপুর দেড়টা দিকে উনি মারা গেছেন।

স্ট্রোকে তিনি মারা গেছেন।

আরও জানান, গত ৫ বছর যাবৎ তার স্বামী বার্ধক্যজনিত নানা রোগের চিকিৎসা নিচ্ছিলেন।

মৃত্যুকালে ফেরদৌস আহমেদ কোরেশী দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, বাদ আসর জাতীয় প্রেস ক্লাবে নামাজে জানাজা শেষে ফেনীর দাগনভূঞায় পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর