বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হলো ঐতিহ্যগত ফেস্টিভ্যাল

বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হলো ঐতিহ্যগত ফেস্টিভ্যাল

চন্দ্রানী চন্দ্রা

করোনা মাঝে বিশ্বের বিভিন্ন দেশে ছোট আকারে ঐতিহ্যগত ফেস্টিভ্যাল অনুষ্টিত হযেছে। তাইওয়ানে হয়েছে ঘুড়ি প্রতিযোগিতা। চীনে সিচুয়ানে অনুষ্ঠিত হয় কিওসি  ফেস্টিভ্যাল বা ভালবাসা উৎসব। এতে করোনায় ফ্রন্ট লাইনে অংশ নেয়া ৯ দম্পতির বিয়ের আয়োজন করা হয়।

আর করোনার মাঝে সীমিত আকারে গণেশের জন্মবার্ষিকী উৎসব উদযাপন করেছে ভারত।

news24bd.tv

তাইওয়ানে রাজধানী তাইপে থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে সিংচুতে বাচ্চাদের জন্য আয়োজন করা হয় ঘুড়ি উৎসবের। আকাশে উড়তে থাকে রংবে রঙের ঘুড়ি। তবে উৎসব চলকালীন ৩ বছরের এক শিশু ঘুড়ির ল্যাজের সাথে পেছিয়ে পড়ে গিয়ে আঘাত পায়।

ঘটনার পরে সুরক্ষা সতর্কতা হিসাবে উত্সব কার্যক্রম স্থগিত করা হয়।

news24bd.tv

কিওসি ফেস্টিবল বা ভালোবাসা উৎসব অনুষ্টিত হলো দক্ষিণ-পশ্চিমে চীনের সিচুয়ান প্রদেশের মিশান সিটিতে। কিওসি ভালোবাসা দিবস হিসাবে বিবেচিত। কোভিড ১৯ চলাকালীন ফ্রন্টলাইনে কাজ করা নয় জন দম্পতির বিয়ের আয়োজন করা হয় এই ফেস্টিবলে।

দম্পতিরা হেঁটে এসে ভিন্ন এক আমেজ এনে দেয়। অনুষ্ঠান উপলক্ষ্যে স্থানটিকে আলোকসজ্জায় সাজানো হয়।

এদিকে গণেশের জন্মবার্ষিকী উৎসব উদযাপন করছে ভারতের পশ্চিম রাজকোট শহরের ভক্তরা। ১০ দিন ধরে আয়োজিত উৎসবে হিন্দু সম্প্রদায় হাতির দেবতা গণেশকে ৫৬ রকমের খাবার উপহার দিয়েছেন। হিন্দু দেবতা শিব এবং পার্বতীর পুত্র গনেশের জন্ম উৎসব ধুমধাম করে উদযাপন করা হয়। করোনার কারণে বড় আকারে কোন গণেশ পূজা হচ্ছেনা এবছর।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

সম্পর্কিত খবর