খুলনায় প্রেমের ঘটনা ধামাচাপা দিতে চাঁদাবাজির নাটক
লক্ষ্যভ্রষ্ট হওয়া গুলিতে জখম স্কুলছাত্রী লামিয়া

খুলনায় প্রেমের ঘটনা ধামাচাপা দিতে চাঁদাবাজির নাটক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় চাঁদাবাজির নাটক সাজিয়ে ঠিকাদার শেখ ইউসুফ আলীর গুলি করার নেপথ্যে রয়েছে প্রেমের ঘটনা। ওই ঠিকাদারের মেয়ে রুকাইয়ার সাথে আবু সাঈদ (২২) নামের এক যুবকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আবু সাঈদ তার তিন বন্ধুকে নিয়ে রুকাইয়ার বাড়িতে গেলে উত্তেজিত হয়ে ইউসুফ আলী তাদেরকে লক্ষ্য করে গুলি করেন।

সোমবার চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হওয়া আবু সাঈদ ও তার বন্ধুদের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী এ তথ্য জানিয়েছে।

এদিকে ঠিকাদার ইউসুফ শেখের করা চাঁদাবাজির অভিযোগে মামলায় পুলিশ আবু সাঈদ ও তার তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার অন্যরা হচ্ছেন- মেহেদি হাসান (২১), ইসমাইল মল্লিক (২৭) ও সাইফুল ইসলাম (২৩)। সোমবার রিমান্ডের আবেদন জানিয়ে
তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে রুকাইয়া ও সাঈদের সম্পর্কের বিষয়ে রুকাইয়ার বাবা ইউসুফ শেখের সাথে কথা বলতে গেলে গুলি বর্ষনের এ ঘটনা ঘটে।

এদিকে দুই রাউন্ড গুলির একটি লক্ষ্যভ্রস্ট হয়ে ঠিকাদারের পাশের বাড়ির স্কুল ছাত্রী লামিয়া আক্তারের (১৫) পায়ে বিদ্ধ হয়। সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রপচার করে গুলিটি বের করা হয়েছে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা.  মেহেদী নেওয়াজ বলেন, গুলিটি তার হিফ জয়েন্টে হাড়ের ভেতরে ঝুকিপূর্ণ অবস্থায় ছিল। অপারেশনের মাধ্যমে গুলিটি বের করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর