যশোরে বাসে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

যশোরে বাসে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

রিপন হোসেন, যশোর

করোনা কালিন সময়ে সরকারি নির্দেশে গণপরিবহণের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। আজ থেকে সে নির্দেশনা থাকছেনা। তার মানে গণপরিবহণ কারোনার আগের ভাড়ায় চালাতে হবে। তবে স্বাস্থ্য বিধি মানা নিয়ে সরকারি নির্দেশনা থাকলেও তার এক বিন্দুও মানছে বাস মালিকরা।

যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত ভাড়া উঠে গেলেও তা উপক্ষো করেই যশোরের গণপরিবহনগুলোতে নেয়া হচ্ছে বেশি ভাড়া। সকালে শহরের মনিহার, নড়াইল, চাঁচড়া, ও খাজুরা বাস ষ্ট্যান্ডে গিয়ে দেখা যায়, সরকারি নির্দেশনায় পূর্বের ভাড়া নেয়ার কথা থাকলেও বেশি নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এছাড়াও সিট প্রতি যাত্রী নেয়ার কথা থাকলেও পথিমধ্যে নেয়া হচ্ছে আরো অতিরিক্ত যাত্রী। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদারকির দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

সম্পর্কিত খবর