খুলনায় ৪ যুবককে গুলি; নেপথ্যের কারণ প্রেম

খুলনায় ৪ যুবককে গুলি; নেপথ্যের কারণ প্রেম

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনায় চাঁদাবাজির নাটক সাজিয়ে চার যুবককে গুলি করার নেপথ্যের কারণ প্রেম। ঠিকাদার আবু ইউসুফের মেয়ে রুকাইয়ার সাথে ওই চার যুবকের একজন আবু সাঈদের সম্পর্ক ছিলো। আবু সাঈদ ও তার তিন বন্ধু বিষয়টি নিয়ে মেয়েদের বাড়িতে কথা বলতে গেলে উত্তেজিত হয়ে মেয়ের বাবা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। যদিও ঘটনায় এদিকটিকে আমলে না নিয়ে মেয়ের বাবার করা চাদঁবাজির মামলায় ওই চার যুবকের রিমান্ড আবেদন জানিয়েছে পুলিশ।

 

শুক্রবার সকালে নগরীর মিস্ত্রিপাড়ায় এলাকার বাসিন্দা ঠিকাদার শেখ আবু ইউসুফের বাড়িতে চাঁদাবাজ এসেছিলো দাবিকৃত অর্থ নিতে। বাকবিতন্ডার এক পর্যায়ে নিজের বৈধ পিস্তল দিয়ে কথিত চাঁদাবাজ চার যুবককে উদ্দেশ্য করে গুলি ছোড়েন ইউসুফ। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে লামিয়া নামে এক ছাত্রীর গায়ে। এঘটনায় ঠিকারদার ইউসুফের করা চাদাবাজির মামলায় ওই চার যুকবকে আটকও করেছে পুলিশ।

তবে মুদ্রার ওপিঠের গল্প ভিন্ন। ঘটনার ৪ দিন পর এক ভিন্ন অভিযোগ নিয়ে থানায় হাজির গ্রেফতার হওয়া ৪ যুবকের স্বজনরা। তাদের অভিযোগ, নিজের মেয়ের প্রেমের ঘটনা ধামাচাপা দিতেই চাঁদাবাজি ও গুলির নাটক সাজিয়েছে ঠিকাদার আবু ইউসুফ।  

চাঁদাবাজির মামলায় গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।

এদিকে, হাসপাতালে গুলিবিদ্ধ লামিয়ার অস্ত্রপাচার সম্পন্ন হয়েছে। সে এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসকরা।

প্রেমের ঘটনা না চাঁদাবাজি, তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করবে পুলিশ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী ও স্থানীয়দের।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

সম্পর্কিত খবর