অষ্টগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যা

অষ্টগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যা

টিটু দাস, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রেনু মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।  

বুধবার (০২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার কলমা ইউনিয়নের ঢালারকান্দি গ্রামের নিচে হাওরের পানি থেকে রেনু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রেনু মিয়া ঢালারকান্দি গ্রামের মৃত ফজর মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের ঢালারকান্দি গ্রামে কয়েক বছর আগে থেকে গাজী পক্ষ এবং আব্দুল্লাহ পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।

গতকাল মঙ্গলবার বিকেলে এ দুই পক্ষের কয়েকজন কিশোরের মধ্যে হাতাহাতি হয়। পরে সন্ধ্যায় গ্রাম্য সালিশে বিষয়টা মীমাংসা হয়। কিন্তু রাতেই গাজী পক্ষের লোকজন আব্দুল্লাহ পক্ষের রেনু মিয়াকে ডেকে ওদের বাড়িতে নিয়ে গিয়ে শ্বাসনালি কেটে ও কুপিয়ে হত্যা করে গ্রামের নিচে হাওরের পানিতে ফেলে দেয়।  

পরে সকালে স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজন ভাসমান অবস্থায় রেনু মিয়ার মরদেহ উদ্ধার করে।

 
এদিকে রাতেই গাজী পক্ষের লোকজন পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইসলামপুর গ্রামে গিয়ে আব্দুল্লাহ পক্ষের লোকজনের বাড়িতে হামলা করে ৪ জনকে কুপিয়ে আহত করে। আহতদের সকালে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ