জাতীয় পতাকা অর্ধনমিত, প্রণবের প্রতি শ্রদ্ধা

জাতীয় পতাকা অর্ধনমিত, প্রণবের প্রতি শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে আজ এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। জাতীয় সংসদ ভবন, সচিবালয়, সুপ্রিম কোর্টসহ বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।  

এছাড়া সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করতে ৩১ আগস্ট রাতে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। গত সোমবার ভারতের সেনা হাসপাতালে প্রণব মুখার্জি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

সম্পর্কিত খবর