ব্রক্ষপুত্র নদের ভাঙনে ভিটে মাটি হারিয়েছে দুই শতাধিক পরিবার

ব্রক্ষপুত্র নদের ভাঙনে ভিটে মাটি হারিয়েছে দুই শতাধিক পরিবার

সাইফুল ইসলাম প্রিন্স, গাইবান্ধা:

গাইবান্ধায় ব্রক্ষপুত্র নদের ভাঙন অব্যাহত রয়েছে। গেল এক মাসের ভাঙনে ভিটে মাটি হারিয়ে নি:স্ব হয়েছে দুই শতাধিক পরিবার। নদী গর্ভে বিলীন হয়েছে কয়েক’শ হেক্টর ফসলী জমি, চারটি শিক্ষা প্রতিষ্টানসহ বহু স্থাপনা। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙ্গন রোধে এরই মধ্যে নানা উদ্যোগ নেয়া হয়েছে।

 

গাইবান্ধায় ব্রক্ষপুত্র নদের পানি কমলেও তীব্র হয়েছে ভাঙন। সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গো-ঘাট, মাঝিপাড়া ,সাঘাটার হলদিয়া, ফুলছড়ির কালাসোনার চর সহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙ্গন। গেল এক মাসের ভা্ঙনে বিলীন হয়েছে নদের তীরবর্তি এলাকার কয়েক’শ বিসতবাড়ি, ফসলী জমি, বিদ্যালয়, মন্দির সহ বহু স্থাপনা।

স্থানীয়দের অভিযোগ, নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোন পদক্ষেপ না নেয়ায় প্রতিবছরই ভাঙনের কবলে পড়ছেন তারা।

ভাঙনে ভিটে মাটি হারিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবন-যাপন করছেন নদী তীরবর্তি মানুষ।

বিভাগীও প্রধান প্রকৌশলী (উত্তরাঞ্চল) রংপুর জ্যেতি প্রসাদ ঘোষ বলেন, এরই মধ্যে ভাঙন কবলিত ১৪টি স্থান চিহ্নিত করে জিও ব্যাগ ফেলা হচ্ছে।

শুধু আশ্বাস নয়, ব্রক্ষপুত্র নদের ভাঙন রোধে স্থায়ী বেরিবাধ নির্মাণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার এমন প্রত্যাশা ভাঙনকবলিতদের।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল