ক্ষমতাসীনদের হুমকি ধামকি, উপেক্ষা করলেন মেয়র আতিক

তৌফিক মাহমুদ মুন্না

ক্ষমতাসীনদের হুমকী-ধমকির মধ্যেই দীর্ঘ ১৬ বছর আগে নির্মাণ করা একটি অবৈধ বিলবোর্ড অপসারণ করলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। বুধবার দুপুরে এয়ারপোর্টের সামনে দীর্ঘকার এই বিলবোর্ড অপসারণ করে উত্তর সিটি।

এসময় মেয়র আতিকুল ইসলাম বলেন, এইখান থেকে শুরু, পর্যায়ক্রমে উত্তর সিটি সব অবৈধ বিলবোর্ড অপসারণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

 

রাজধানীর হযরত শাহাজালাল আন্তজার্তিক বিমানবন্দরে প্রতিদিন হাজার হাজার মানুষ বিদেশ থেকে বাংলাদেশে আসে। আর এই বিমানবন্দরে প্রবেশের ঠিক বিপরিত পাশেই দীর্ঘ ১৬ বছর ধরে দাঁড়িয়ে ছিলো দীর্ঘকায় আকৃতির একটি বিলবোর্ড। বিভিন্ন নেতাকর্মীদের পোস্টারে সয়লাব এই বিলবোর্ড।

বুধবার দুপুরে বিলবোর্ডটি অপসারণের উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ।

অপসারণ কার্যক্রম সরেজমিনে তদারকি করেন মেয়র আতিকুল ইসলাম ।

এসময় তিনি বলেন, বিলবোর্ড অপসারণের উদ্যোগকে কেন্দ্র করে সরকার দলীয় অনেকেই হুমকি দিয়েছেন তাকে। ব্যক্ত করেন ক্ষুদ্ধ প্রতিক্রিয়া।

মেয়র বলেন, পুরো উত্তর সিটিতেই পর্যায়ক্রমে চলবে এই কার্যক্রম। কোনো হুমকি-ধমকি এই অভিযানকে থামাতে পারবে না।  
সম্প্রতি উপনির্বাচনসহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তির পোস্টার ফেস্টুন টাঙিয়ে যারা শহরকে নোংরা করেছে তাদেরকে হুশিয়ারী সহ জরিমানার করার ঘোষণাও দেন মেয়র।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর