এখনো কেউ গ্রেপ্তার নয়, প্রশ্ন ওঠছে জনমনে

এখনো কেউ গ্রেপ্তার নয়, প্রশ্ন ওঠছে জনমনে

শওগাত আলী সাগর

একজন ‘ইউএনও’ হচ্ছেন- একটি উপজেলা প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি। দৃর্বৃত্তরা যখন প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তির গায়ে হাত তোলার সাহস পায়- তখন ওই জনপদেরই কেবল নয়- রাষ্ট্রের সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হতে হয়। পরিস্থিতি কোন পর্যায়ে গেলে দুর্বৃত্তরা উপজেলা প্রশাসনের সর্বোচ্চ পদে থাকা একজন ব্যক্তির গায়ে হাত তোলার সাহস পায়?

news24bd.tv

দৃর্বৃত্তরা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদাকে কুপিয়েছে তার সরকারি বাসভবনে ঢুকে। এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এটিও কিন্তু প্রশ্ন তৈরি করে। একজন ইউএনওকে কুপিয়ে মরণাপন্ন করে ফেলার ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মতৎপরতাকেও কিন্তু পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে।

news24bd.tv

একজন ইউএনও সরকারি বাসভবনে যদি নিরাপদ না থাকেন, একজন ইউএনওকে হামলাকারীদের গ্রেপ্তারের খবর শুনতেও যদি অপেক্ষার প্রহর গুনতে হয়- তা হলে রাষ্ট্রের সার্বিক চিত্রটা যে কোনো বিবেকবান মানুষের জন্যই ভীতিকর হয়ে ওঠে।

লেখক: প্রধান সম্পাদক, নুতন দেশ, কানাডা

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর