ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনের তফশিল ঘোষণা

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনের তফশিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।

তফসিল অনুযায়ী, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচন হবে ১৭ অক্টোবর। আগ্রহী প্রার্থীরা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

আগামী ২০ সেপ্টেম্বর যাচাই-বাছাই। প্রত্যাহারের শেষ সময় ২৭ সেপ্টেম্বর।

গত ৬ মে বার্ধক্যজনিত কারণে হাবিবুর রহমান মোল্লা মারা গেলে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। এছাড়া গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মারা যান।

ফলে আসনটি শূন্য হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর