মুহাম্মদ (সা.)-কে নিয়ে কার্টুন, মেয়র হানিফ ফাউন্ডেশনের মানববন্ধন

মুহাম্মদ (সা.)-কে নিয়ে কার্টুন, মেয়র হানিফ ফাউন্ডেশনের মানববন্ধন

অনলাইন ডেস্ক

ফ্রান্সের শার্লি হেব্দো পত্রিকায় হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত কার্টুন পূণ প্রকাশের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন

ফ্রান্সের শার্লি হেব্দো পত্রিকায় হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত কার্টুন পূণ প্রকাশের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন।

আজ (বৃহস্পতিবার) ৩রা সেপ্টেম্বর, বিকাল ৪ টায়, জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এক প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি বক্তারা বলেন, প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যাঙ্গকার্টুন পুণরায় প্রকাশ করেছে ফ্রান্সের শার্লি হেব্দো  পত্রিকা। যা মুসলমানদের প্রতি এক ধরনের উস্কানি। হযরত মুহাম্মদ (সা.) মুসলমানদের কাছে সবচেয়ে প্রিয়তম ব্যক্তি।

তাকে নিয়ে এমন কার্টুন প্রকাশ করা অবশ্যই তাদের উদ্দেশ্য প্রণোদিত। এর মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতার নামে ইসলামের বিরুদ্ধে এসব তাদের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। উন্নত বিশে^র দেশে এমন পরিকল্পিত ঘটনা মতপ্রকাশ নয় বরং ভিন্নমতের মানুষের কলিজায় আঘাত দেওয়াই উদ্দেশ্য।
আমরা এমন মতপ্রকাশের স্বাধীনতাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। বিশ্বব্যাপি মুসলমানদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে। মানববন্ধনে বাংলাদেশ  সরকার কর্তৃক প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যাঙ্গকার্টুন প্রকাশের প্রতিবাদ জানাতে অনুরোধ করেন।

কর্মসূচিতে আওয়ামী লীগ নেতা ওমর আলীর সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা হাজী হাফিজ, আতিকুর রহমান স্বপন, যুবলীগ নেতা বাবু ভুইয়া, আরিফুর রহমান সোহেল, মোখলেসুর রহমান রোমেল, সেচ্ছাসেকলীগ নেতা বশির উদ্দিন সুমন, একতা উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক সাজেদ ব্যাপারী, পুরান ঢাকা মঞ্চের যুগ্ম সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহ মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা হাবিবুল ইসলাম সুমনের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য দেন মো. কৌশিক আহমেদ সোহেল, মো. সাদেক মিঠু, শাহাদাত হোসেন মিকো প্রমুখ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর