পুঁজিবাজারের গতি ফেরার সুযোগ নিয়ে সক্রিয় গুজব রটনাকারিরা

পুঁজিবাজারের গতি ফেরার সুযোগ নিয়ে সক্রিয় গুজব রটনাকারিরা

সুলতান আহমেদ

পুঁজিবাজার গতি ফেরার সুযোগ নিয়ে সক্রিয় উঠেছে গুজব রটনাকারিরাও। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন কোম্পানীর দাম বাড়বে এমন গুজব ছড়াতে ব্যস্ত তারা। গুজবে কান দিয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ বিনিয়োগকারিরা।  

বাজার বিশেষজ্ঞরা বলছেন, শক্তিশালি পুঁজিবাজার গড়ে তুলতে গুজব রটনাকারিদের শাস্তির আওতায় আনতে হবে।

বিষয়টি নজরে নিয়ে নিয়ন্ত্রণকারি সংস্থা বিএসইসি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, গুজব রটালে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

news24bd.tv

নানা প্রতিকুলতা পেছনে ফেলে পুরোনো আস্থা ফিরে আসতে শুরু করেছে দেশের দুই পুঁজিবাজারে। গেলো দুই মাসে সূচক বেড়েছে প্রায় এক হাজার পয়েন্ট। পাশাপাশি গতি ফিরেছে লেনদেনেও।

ক্ষুদ্র বিনিয়োগকারিরাও তাদের হারানো পুঁজি ধীরে ধীরে ফিরে পেতে শুরু করেছে।   

সব ভালোর পেছনে যেমন কিছু মন্দ থাকে পুঁজিবাজারও এর বাইরে নয়। নিজেদের হাতে থাকা শেয়ারের দাম বাড়াতে গুজব ছড়াতে ব্যস্ত হয়ে উঠেছে কয়েকটি চক্র।

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ তৈরি করে রটানো হচ্ছে এমন গুজব। যা দেখে বিভ্রান্ত হওয়ার পাশাপাশি বড় ক্ষতি হওয়ার শংকা রয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারিদের। এ অবস্থায় নিয়ন্ত্রণকারি সংস্থাকে গুজব রোধে বিশেষ ইউনিট চালুর পরামর্শ দিচ্ছেন আইনজীবিরা।

news24bd.tv

বাজার বিশেষজ্ঞরা বলছেন, গুজব রটালে বিভ্রান্ত হয়ে দুর্বল শেয়ার কিনতে উৎসাহিত হন বিনিয়োগকারিরা। এতে দীর্ঘ মেয়াদে লোকসানে পড়তে হচ্ছে তাদের।

আশার কথা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে সতর্ক করেছে রটনাকারিদের। যেখানে বলা হয়েছে অমান্য করলে দুইটি আইনে শাস্তি দেয়ার কথা।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম