ইউএনও'র ওপর হামলার ঘটনায় কাউকেই ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএনও'র ওপর হামলার ঘটনায় কাউকেই ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় যেই জড়িত থাকুক, কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে নিজ বাসায় সাংবাদিকবদের সাথে আলাপ কালে তিনি বলেন, তদন্ত চলছে, শিগগির সব কিছু জানা যাবে।

এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ওয়াহিদার চিকিৎসা সরাসরি প্রধানমন্ত্রী মনিটর করছে।  

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার বিষয়ে শুক্রবার সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, এ ঘটনায় যেই জড়িত থাকুক না কেন কাউকেই ছাড় পাবে না।  

একইদিন সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি কর্তৃক করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে । অনুষ্ঠানে নিব বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,

এ সময় তিনি বলেন, ইউএনও ওয়াহিদা খানমের চিকিৎসার বিষয়টি প্রধানমন্ত্রী মনিটরি করছেন।  

এদিকে অস্ত্রোপাচারের ১১ ঘন্টা পর ইউএনও ওয়াহিদা খানমের জ্ঞান ফিরেছে ।

তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল