জাপানে গেল জুলাইয়ে বেকারত্বের হার ২ দশমিক ৯ শতাংশ

জাপানে গেল জুলাইয়ে বেকারত্বের হার ২ দশমিক ৯ শতাংশ

অনলাইন ডেস্ক

জাপানে গেল জুলাইয়ে বেকারত্বের হার ২ দশমিক ৯ শতাংশ এ দাঁড়িয়েছে। পাশাপাশি দেশটিতে নতুন কর্মসংস্থান সৃষ্টি কমেছে বলে সাম্প্রতিক এক সরকারি উপাত্তে উঠে এসেছে এ তথ্য।

জাপানের স্বরাষ্ট্র যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দেশটির জুলাইয়ের বেকারত্বের হার গেল জুনের ২ দশমিক ৮ শতাংশ থেকে বেশি। টানা ৭ মাসের মতো নতুন আবেদনকারীর বিপরীতে কমেছে কর্মসংস্থানের হার।

যা গেল জুলাইয়ে দাঁড়িয়েছে ১ দশমিক শূন্য ৮ শতাংশ।  

গেল আগস্টে ছয়মাসের মধ্যে সর্বোচ্চ সঙ্কুচিত হয়েছে দেশটির কারখানা কার্যক্রম। করোনা মহামারীর ফলে জাপানে এপ্রিল থেকে জুন প্রান্তিকে রেকর্ড ধীরগতির পর চলতি প্রান্তিকে অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে বলে আশা করা হচ্ছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল