ওয়াহিদা পরিচিতদের চিনতে পারছেন, কথাও বলছেন:   মেডিকেল বোর্ড

ওয়াহিদা পরিচিতদের চিনতে পারছেন, কথাও বলছেন: মেডিকেল বোর্ড

নিজস্ব প্রতিবেদক

দুর্বৃত্তের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক পরিস্থিতি আগের চেয়ে ভালো। তিনি এখন পরিচিতদের চিনতে পারছেন, কথাও বলছেন।  

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রেস ব্রিফ্রিংয়ে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এসব তথ্য জানায়।  

ওয়াহিদাকে বিদেশে নেয়ার প্রয়োজন নেই বলে মত দিয়েছে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিক্যাল বোর্ড।

চিকিৎসকরা জানান, তাকে এই হাসপাতালে রেখেই চিকিৎসা দিয়ে সুস্থ করা সম্ভব। তবে পরিবার চাইলে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নিতে পারেন।

নিউরো সায়েন্স ইন্সটিটিউট হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান ডা. জাহেদ হোসেন বলেন, অপারেশনের সময় তার মুখমন্ডলে ৯টি আঘাতের চিহ্ন দেখেছি। অস্ত্রোপচারের মাধ্যমে তা ঠিক করা হয়েছে।

আপাতত তিনি আশংকামুক্ত। তবে ৭২ ঘণ্টা পর ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা সম্পর্কে বলা বলা যাবে।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম