করোনার থাবায় ধস নেমেছে পিরোজপুরের শুটকি খাতে

করোনার থাবায় ধস নেমেছে পিরোজপুরের শুটকি খাতে

ইমন চৌধুরী, পিরোজপুর

করোনা ভাইরাসের থাবায় ধস নেমেছে পিরোজপুরে শুটকি মাছ উৎপাদনে। চাহিদা কমে যাওয়ায় বিপুল পরিমান শুটকি অবিক্রিত অবস্থায় পড়ে আছে। এরমধ্যে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পচন ধরেছে অনেক শুটকিতে। ফলে, বিশাল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সরকারি সকল সহযোগিতা দেয়ার পাশাপাশি শুটকি সংরক্ষণের পরামর্শ মৎস্য বিভাগের।

news24bd.tv

সদর উপজেলার পাড়েরহাট মৎস্য অবতরন কেন্দ্র সংলগ্ন বাদূরা ও চিথলীয়া গ্রামে দীর্ঘ প্রায় ২০ বছর ধরে সাগর থেকে আহরিত মাছকে বিশেষ প্রক্রিয়ায় শুটকি করে আসছেন স্থানীয় জেলেরা। কঁচা নদীর উত্তর প্রান্তে উমেদপুরের খাল সংলগ্ন পূর্ব ও পশ্চিম প্রান্তে জেগে ওঠা চরেই এই শুঁটকি পল্লী গড়ে উঠেছে।

news24bd.tv

শীত মৌসুমে সমুদ্র থেকে মাছ সংগ্রহ করেন জেলেরা।

এরপর, এসব মাছ প্রক্রিয়াজাতকরণ সারা বছর ধরে বিক্রি করা হয়। কিন্তু, এবছর করোনা ভাইরাস প্রভাবের চাহিদা কমে যাওয়ায় বিপুল পরিমান শুটকি অবিক্রিত অবস্থায় পড়ে আছে। এরমধ্যে পচন ধরেছে অনেক শুটকীতে।


আরো পড়ুন :

প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে পোশাক শিল্পে


ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সরকারি সকল সহযোগিতা দেয়ার পাশাপাশি শুটকি সংরক্ষণের পরামর্শ উপজেলা মৎস্য কর্মকর্তার।

এখানে উৎপাদিত শুটকির মধ্যে রয়েছে লইটকা, ছুরি, সাগর চিতল, মধু ফাইস্যা, তেলি ফাইস্যা, কাবিলা ও রুপচিতা।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ