সৌদির খেজুর চাষ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে

সৌদির খেজুর চাষ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে

মো. রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্যিকভাবে সৌদি খেজুরের বাগান করে দৃষ্টান্তস্থাপন করেছেন রুবেল নামে এক কৃষক। তার সফলতা দেখে এই ফল চাষে আগ্রহীও হয়ে উঠছেন অনেকে। কৃষি বিভাগ বলছে বরেন্দ্র অঞ্চলের মাটি ও জলবায়ু খেজুর চাষের  উপযোগী হওয়ায় এ অঞ্চলে খেজুর চাষ প্রসারের লক্ষ্যে কাজ করছেন তারা।

news24bd.tv

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাণিজ্যিকভাবে সৌদি খেজুরের বাগান করেছেন রুবেল নামে এক কৃষক।

২০১৭ সালে সৌদি আরব থেকে আত্মীয়ের মাধ্যমে বীজ সংগ্রহ করে নিজ বাড়ির পাশেই গড়ে তুলেন খেজুর বাগান। মাত্র তিন বছরের মাথায় গাছে ফল এসেছে।

রুবেল জানান, ৬’শ চারা নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে তার বাগানে রয়েছে চার হাজারেও বেশি গাছ। সৌদি খেজুরের মতই তার বাগানের খেজুরের আকার ও স্বাদ হওয়ায় বাজারে এর চাহিদাও রয়েছে বেশ ।

তার বাগানের খেজুর কেজি প্রতি বিক্রি হচ্ছে ২থেকে ৩ হাজার টাকায়। আর বীজ থেকে চারা উৎপাদন করেছেন আরও ৭-৮ হাজারের মতো।

তার সাফল্য দেখে খেজুর বাগান করতে আগ্রহীও হয়ে উঠছেন অনেকে।   

বরেন্দ্র অঞ্চলের মাটি ও আবহাওয়া খেজুর চাষের উপযোগী। এ কারণে এ  অঞ্চলে খেজুর চাষ  প্রসারের লক্ষ্যে কাজ করছেন কৃষি-সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, নজরুল ইসলাম।

বাণিজ্যিকভাবে খেজুর চাষে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি মানুষের কর্মসংস্থান হবে বলেও মনে করেন সংশ্লিস্টরা।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ