গোপালগঞ্জে বন্যার পানিতে মাল্টা চাষে ধস

গোপালগঞ্জে বন্যার পানিতে মাল্টা চাষে ধস

মুন্সি মো. হুসাইন, গোপালগঞ্জ

মাল্টা চাষ করে বেশ ভালই ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলার শাহাজান মোল্লা। তার তিন বিঘার বাগানে প্রায় দেড় হাজার মাল্টা গাছ রয়েছে। চলতি বছরের বন্যায় তার মাল্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের সহযোগিতা চেয়েছেন এই ক্ষতিগ্রস্থ মাল্টা চাষী।

news24bd.tv

চাকরী থেকে অবসর নিয়ে ২০১৬ সালে তিন বিঘা জমিতে মাল্টা চাষ শুরু করেন সদর উপজেলার শাহাজাহান মোল্লা। ফলন ভালো হওয়া মাত্র অল্প কয়েক দিনেই লাভ মুখ দেখেন তিনি।

news24bd.tv

চলতি বছর শাহাজাহান মোল্লার বাগানে প্রচুর মাল্টা ধরেছে। আশা করেছিলেন, এবারে তার আয়ের পরিমান গতবারের থেকে দ্বিগুন হবে।

কিন্তু, সব আশায় জল ঢেলে দিয়েছে বন্যার পানি। গাছের গোড়ায় বন্যার পানি এসে অর্ধেকেরও বেশী গাছ মরে গেছে।

ক্ষতিগ্রস্থ মাল্টা চাষীকে সব ধরনের সহয়োগিতার আশ্বাস দিয়েছেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায়। এছাড়া, বন্যা পরবর্তী কৃষি পূর্নবাসনে নানা উদোগের কথাও জানান তিনি।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ