মৃত সন্তানকে নিয়েই বাড়ি ফিরলেন হতভাগা পরিবার

মৃত সন্তানকে নিয়েই বাড়ি ফিরলেন হতভাগা পরিবার

তালুকদার বিপ্লব

মুমূর্ষু শিশুকে চিকিৎসা না দিয়ে ধানমন্ডি প্যানকেয়ার হাসপাতালের ভাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা শিশু হাসপাতালের নার্স ও আয়াদের বিরুদ্ধে। তবু শিশুর জীবন ফিরে পাওয়ার আশা দিতে পারেনি ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা।

এমনকি চিকিৎসা পেলেও মাত্র কয়েক ঘণ্টা বেঁচে থাকবে শিশুটি, হাসপাতাল কর্তৃপক্ষের এমন বক্তব্যে শেষ পর্যন্ত মৃত সন্তানকে নিয়েই বাড়ি ফিরলেন হতভাগা এক পরিবার।

সরকারি হাসপাতালের নার্স, ওয়ার্ড বয় ও আয়ারা রোগী ভাগিয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেন।

এমন অভিযোগের তালিকায় শুক্রবার ঢাকা শিশু হাসপাতালে আরও একটি ঘটনার অভিযোগ পাওয়া যায়।

বৃহস্পতিবার রাতে ঢাকা নাজিম উদ্দিন রোড থেকে এসে মুমূর্ষু নবজাতক শিশু সন্তান ইয়াসিনকে ভর্তি করা হয় ঢাকা শিশু হাসপাতালের ৮ নাম্বার ওয়ার্ডে। ১৪ ঘণ্টা চিকিৎসা দেওয়ার পর শুক্রবার দুপুরে শিশুটির চিকিৎসায় অপারগতা প্রকাশ করেন হাসপাতালের চিকিৎসকেরা।

এমন সুযোগ হাতছাড়া করেননি ওই ওয়ার্ডে দায়িত্বে থাকা নার্স ও আয়া রুপা।

অ্যাম্বুলেন্স ডেকে এনে মুমূর্ষু শিশুকে পাঠিয়ে দেন ধানমন্ডি প্যানকেয়ার হাসপাতালে।

তবু শিশুটির জীবন ফিরে পাওয়ার আশা পায়নি তার পরিবার। হাসপতাল কর্তৃপক্ষ বলছে, সময় মতো চিকিৎসা পেলে হয়তো বাঁচানো যেত শিশুটিকে।

অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়া সন্তানকে নিয়ে বাড়ি ফেরেন হতভাগা পরিবার।

আর এমন ঘটনা জেনেও তা লিখিত অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান শিশু হাসপাতাল প্রশাসন।

জানা যায়, ধানমন্ডি প্যানকেয়ার হাসপাতালটির পরিচালনা দায়িত্বে আছেন ঢাকা শিশু হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর