তাইওয়ানের সঙ্গে গোপনে বাণিজ্য বাড়াচ্ছে চীনের বন্ধু পাকিস্তান

তাইওয়ানের সঙ্গে গোপনে বাণিজ্য বাড়াচ্ছে চীনের বন্ধু পাকিস্তান

অনলাইন ডেস্ক

চীনের অত্যন্ত কাছের বন্ধু পাকিস্তান গোপনে তাইওয়ানের সঙ্গে বাণিজ্য জোরদার করছে। গত বুধবার কায়রোতে অবস্থিত পাকিস্তানের দূতাবাসের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক প্রধান ছিদ্রা হক তাইওয়ানের ট্রেড সেন্টারের প্রধান মাইকেল ইয়ের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়ে কায়রোতে আলোচনা করেছেন।

এ ব্যাপারে ছিদ্রা হক টুইটারে একটি ছবি প্রকাশ করেছেন। তাতে মাইকেল ইয়েহ এর সঙ্গে তাকে দেখা গেছে।

তবে বেইজিং এর তরফ থেকে চাপ আসার আশঙ্কায় ছবিটি তিনি পরে মুছে দেন।

একটি টুইট বার্তায় ছিদ্রা হক লিখেছেন, মাইকেল ইয়েহ এর সঙ্গে পরিচিত হন।

তিনি তাইওয়ান ট্রেড সেন্টারের বিশিষ্ট কর্মকর্তা। পাকিস্তান-তাইওয়ারন বাণিজ্য সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করেছি।

স্থানীয় বাজার এবং কায়রোতে গুরুত্বপূর্ণ কিছু পণ্যের চাহিদা নিয়ে আমরা আলোচনা করেছি।

তাইওয়ানের উপর চীনের কোনো নিয়ন্ত্রণ নেই। তবে তাইওয়ান কে নিজেদের নিয়ন্ত্রণ নেওয়ার ব্যাপারে বারবার আগ্রহ প্রকাশ করেছে চীন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ )

সম্পর্কিত খবর