ইউএনও'র ওপর হামলার প্রধান আসামিকে নেয়া হবে আদালতে

ইউএনও'র ওপর হামলার প্রধান আসামিকে নেয়া হবে আদালতে

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর

দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলা মামলার প্রধান আসামি আসাদুলকে আজ আদালতে তোলা হবে। আসাদুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করবে ডিবি পুলিশের ওসি ইমাম জাফর।  

এর আগে গতকাল এ মামলার দুই আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তবে আসাদুল অসুস্থ্য থাকায় গতকাল তাকে আদালতে হাজির করা হয়নি।

গেল বুধবার রাতে সরকারি বাসভবনে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর  হামলা চালায় দুর্বৃত্তরা। প্রথমে তাদের রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। পরে  ইউএনও ওয়াহিদার অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে আনা হয় ঢাকার আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে। এ ঘটনায় বৃহস্পতিবার ঘোড়াঘাট থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন আহত ওয়াহিদার ভাই শেখ ফরিদ।
পরে এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে স্থানীয় এক যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ