আফগান-তালেবান আলোচনা: দোহায় তালেবানদের প্রতিনিধি দল

আফগান-তালেবান আলোচনা: দোহায় তালেবানদের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

আফগান সরকরের সঙ্গে শান্তি আলোচনার লক্ষ্যে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে তালেবানদের শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধিদল। এর মধ্যে দিয়ে দু'পক্ষের শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু হলো বলে ধারণা করা হচ্ছে।

শনিবার এক টুইট বার্তায় আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের মুখপাত্র ফেরাইদুন খাওয়াজুন জানান, আফগান সরকার তালেবানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত।


আরো পড়ুন:

পরমাণু সহযোগিতায় একমত ইরান ও রাশিয়া


এ ব্যাপারে কোনোরকম দেরি করার অজুহাত দেখানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

আরও বলেন, শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবেই সমস্ত তালেবান বন্দিকে আফগান সরকারের পক্ষ থেকে মুক্তি দেয়া হয়েছে। এর আগে তালেবানদের কারণেই শান্তি আলোচনা শুরু করতে দেরি হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছিল কাবুল সরকারের পক্ষ থেকে।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ