ভূমধ্যসাগরে তেল গ্যাস উত্তেজনা: গ্রিসকে হুমকি তুরস্কের

ভূমধ্যসাগরে তেল গ্যাস উত্তেজনা: গ্রিসকে হুমকি তুরস্কের

নিজস্ব প্রতিবেদক

ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে সৃষ্ট উত্তেজনার বিষয়ে এবার গ্রিসকে হুমকি দিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।  

এ বিষয়ে আলোচনায় না বসলে বেদনাদায়ক অভিজ্ঞতার জন্য গ্রিসকে প্রস্তুত থাকতে হবে বলে এ মন্তব্য করেন তিনি।

প্রেসিডেন্ট বলেন, রাজনীতি ও কূটনীতির ভাষা না বুঝলে চরম মূল্য দিতে হবে গ্রিসকে। তারা যে অনৈতিক মানচিত্র ও দলিল দেখাচ্ছে তা ছিঁড়ে ফেলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক শক্তি রয়েছে আঙ্কারার।

দেশটি যেকোনো পরিস্থিতির জন্যই প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


আরো পড়ুন:

নাইজারে ৭১ বেসামরিককে হত্যার অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে


ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে বহুদিনের বিবাদ রয়েছে তুরস্ক ও গ্রিসের মধ্যে। সম্প্রতি সাইপ্রাসের নিকটবর্তী নিজেদের অংশে তেল-গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে এরদোয়ান প্রশাসন। আর সেটার বিরুদ্ধে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থন নিয়ে অবস্থান নিয়েছে গ্রিস।

তাতে করে ভূমধ্যসাগরে গ্রিস ও তুরস্ক উভয় দেশই তাদের যুদ্ধজাহাজ ও আকাশপথে বিমানের মহড়া বাড়ানোয় তাদের মধ্যে বেশ উত্তেজনাও বিরাজ করছে কিছুদিন ধরে।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ