দইয়ের সঙ্গে বিষ মিশিয়ে প্রথমে ছেলেকে পরে খেলেন মা

দইয়ের সঙ্গে বিষ মিশিয়ে প্রথমে ছেলেকে পরে খেলেন মা

শেখ সফিউদ্দিন জিন্নাহ্, গাজীপুর থেকে

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় মা ও ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন- কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের বর্জাপুর এলাকার মৃত ফজলুল হকের স্ত্রী রাজিয়া খাতুন (৫০) এবং তার বাক ও শারীরিক প্রতিবন্ধি ছেলে সজিব (১৭)।

আরও পড়ুন:


ইউএনও ওয়াহিদার ওপর হামলা, আটক আরও ৩


শনিবার রাতে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছেলে সজিব এবং রোববার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মা রাজিয়া মারা যান।

কাপাসিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে শনিবার রাতের ভাত খাওয়া শেষে মা দইয়ের সঙ্গে বিষ মিশিয়ে প্রথমে ছেলেকে ও পরে তিনি নিজে বিষপান করেন।

পরে পরে তারা অসুস্থ হয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে ছেলে সজিবের মৃত্যু হয়। মা রাজিয়া খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উত্তরার একটি হাসপাতালে নিলে ভোর সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন:


মৃত সন্তানকে নিয়েই বাড়ি ফিরলেন হতভাগা পরিবার


ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, মা তার প্রতিবন্ধী ছেলেকে বিষপান করিয়ে নিজে বিষপান করে তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর