টাঙ্গাইলে বন্যায় রাস্তা ও ব্রীজ-কালভার্টের ব্যাপক ক্ষতি

টাঙ্গাইলে বন্যায় রাস্তা ও ব্রীজ-কালভার্টের ব্যাপক ক্ষতি

আতিকুর রহমান, টাঙ্গাইল

এবারের দীর্ঘস্থায়ী বন্যায় টাঙ্গাইল জেলার ৩২৮টি রাস্তা ও ৭৩টি ব্রীজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২শ ৬৬ কোটি ৭৩ লাখ টাকার রাস্তার ক্ষতি হয়েছে। ভেঙ্গে যাওয়া সড়ক ও কালভার্টগুলো পুনঃনির্মাণের দাবি জানিয়েছে ভুক্তভোগিরা।

চলতি বছরের বন্যায় টাঙ্গাইলের ১২টি উপজেলার মধ্যে ১১টি উপজেলায় বন্যার কবলে পড়ে।

এতে করে গ্রামীণ রাস্তা ঘাট ও ব্রীজ কালভার্টের ব্যাপক ক্ষতি হয়। প্রাথমিক সমীক্ষা অনুযায়ী জেলার ৩শ ২৮টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। যার দৈর্ঘ্য প্রায় সাড়ে ১৩শ কিলোমিটার, আর্থিক ক্ষতির পরিমাণ দুইশ চার কোটি টাকা। আর ছোট বড় মিলিয়ে ৭৩টি কালভার্ট ও ব্রীজ ভেঙে গেছে।

news24bd.tv

বন্যায় জেলার বিপুল সংখ্যাক রাস্তা ঘাট, ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা অনেক জায়গাতেই বিচ্ছিন্ন। বন্যার পানি নেমে গেলেও চড়ম দুর্ভোগে পড়েছে সেখানকার মানুষ।

news24bd.tv


আরো পড়ুন:

এমপি আ.ক.ম বাহা উদ্দিন বাহার তাদের মধ্যে অন্যতম...


এদিকে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম আজম জানান, ক্ষতিগ্রস্ত রাস্তা ও কালভার্টের তালিকা তৈরী করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষে আগামী ডিসেম্বরের মধ্যেই কাজ শুরু করতে পারবো।

ক্ষতিগ্রস্ত রাস্তা ও কালভার্ট পুনঃনির্মাণ করে জনগণের ভোগান্তি কমাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ