পাবনায় সব ধরণের চালের দাম বৃদ্ধি

পাবনায় সব ধরণের চালের দাম বৃদ্ধি

আহমেদ উল হক রানা, পাবনা

হঠাৎ করেই পাবনার বাজারে সব ধরনের চালের দাম কেজিতে দুই থেকে চার টাকা বেড়েছে। সাধারণত বেরো মৌসুমে চালের দর কম থাকলেও এবারের চিত্রটা ভিন্ন। চালের দর উর্ধ্বগতির জন্য ধানের দাম বৃদ্ধিকে দুষছেন মিল মালিকরা।

হঠাৎ করেই পাবনার বিভিন্ন বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম।

গেল সপ্তাহে মিনিকেট চাল কেজি প্রতি ৫০ থেকে ৫২ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে। ৪৬ টাকা কেজির বি আর আটাশ চাল বর্তমানে দুই টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৮ টাকায়। আবার বাশমতি চালের দর বেড়েছে কেজিতে ৫ থেকে ৬ টাকা।

news24bd.tv

ক্রেতাদের অভিযোগ, করোনা ও বন্যার কারণে আয় উপার্জন কমে গেছে।

তার ওপর চালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা।  

তবে চালের দর উধর্বগতির জন্য ধানের দাম বৃদ্ধিকে দুষছেন মিল মালিকেরা।


আরো পড়ুন:

চট্টগ্রামের বাজারে ঝাঁঝ বেড়েছে পেঁয়াজের


বাজার স্বাভাবিক রাখতে চাল আমদানি উন্মুক্ত করার দাবি জানিয়েছে ব্যবসায়ীরা।

তবে চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি খায়রুল ইসলাম জানান, শুল্ক না কমালে অনেকেই চাল আমদানি করবে না। আর এই জন্য দাম কমার সম্ভাবনাও কম বলেও মত দেন তিনি।

জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের তথ্য  মতে , পাবনায়  বোরো আমন মিলিয়ে ৩১ হাজার ৭’শ৩০ মেট্রিক টন চাউল মজুদ আছে।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ