চায়না বাণিজ্য মেলা অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে উঠতে সহায়তা করবে

চায়না বাণিজ্য মেলা অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে উঠতে সহায়তা করবে

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার শুরু হওয়া ২০২০ চায়না ইন্টারন্যাশনাল ফেয়ার ফর ট্রেড ইন সার্ভিস-সিআইএফটিআইএস ”বাণিজ্য মেলা মহামারির মধ্যে বৈশ্বিক অর্থনৈতিক ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠতে সহায়তা করবে।

এছাড়া শি জিন সরকারের ৩টি বাণিজ্যিক প্রস্তাব অনুসরণ করলেও বিশ্ব অর্থনীতির বর্তমান দৈন্যদশা অনেকটা লাঘব হবে । শনিবার এমন মন্তব্য করেন চীনা অর্থনীতিবিদরা। বলেন, চলমান মহামারির কারণে বিশ্ব অর্থনীতি ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে।

 

যা এককভাবে কোন দেশের পক্ষে  কাটিয়ে উঠা সম্ভব না। তাই চীনা প্রেসিডেন্ট শি জিন পিং সম্প্রতি যে তিনটি প্রস্তাব দিয়েছেন, তার মধ্যে ঐকবদ্ধভাবে বৈশ্বিক অর্থনৈতিক ক্ষতি মোকাবেলার আহ্বান রয়েছে। আর এটিই মহামারির এই সময়ে বিশ্ব অর্থনীতিকে সচল  রাখার সবচেয়ে ভালো পথ বলে মনে করেন তারা।  

৪ সেপ্টেম্বর শুরু হওয়া সিআইএফটিআইএস ট্রেড ফেয়ার, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

মেলায় দেশি বিদেশী ১৭ হাজার কোম্পানি অংশ নিয়েছে। সেখানে ভার্চুয়ালি বাণিজ্যিক কার্যক্রমণ পরিচালনার সুযোগ রয়েছে।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

সম্পর্কিত খবর