আদালতের সামনে বন্ধুকে ছুরি মারল বন্ধু

আদালতের সামনে বন্ধুকে ছুরি মারল বন্ধু

সোহান আহমেদ কাকন, নেত্রকোনা

নেত্রকোনায় প্রেম সংক্রান্ত ঘটনায় আদালতের সামনের সড়কে বন্ধুর ছুরিকাঘাতে আজাহারুল ইসলাম (২৩) নামে এক যুবককে আহত অবস্থায় ময়মনসিংহে মেডিকেলে পাঠানো হয়েছে।

পুলিশ এ ঘটনায় অভিযুক্ত বন্ধু রবিউল আলমকে আটক করেছে। আটক রবিউল আলম (২৩) সদরের হোসেনপুর এলাকার মৃত আফতাব উদ্দিনের ছেলে।

আহত আজাহারুল ইসলাম পূর্বধলা উপজেলার খলিল মিয়ার ছেলে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিউল এবং আজাহারুল দুই বন্ধু। তারা ছোটবেলা থেকে একসাথে ডিগ্রী পাস করেন। কিন্তু কিছুদিন ধরে প্রেম সংক্রান্ত ঘটনায় টাকা লেনদেন করার পর সাত ধারায় আদালতে আজাহারুলের বিরুদ্ধে রবিউল একটি মামলা করেন।

আরও পড়ুন:


গাড়িতে উঠিয়ে দেওয়ার কথা বলে নির্জন জায়গায় নিয়ে চিকিৎসককে গণধর্ষণ


রোববার ওই মামলার শুনানি থাকায় দুজনেই সকাল থেকে আদালত চত্বরে হাজির হন।

কথা-কাটাকাটির এক পর্যায়ে দুপুরে আদালতের প্রবেশ পথে বাদী রবিউল আজাহারুলকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক তাৎক্ষণিক ময়মনসিংহ পাঠান।

এদিকে আদালত চত্বরে ডিউটিরত পেট্রোল পুলিশ রবিউককে আটক করে মডেল থানায় হস্তান্তর করে।

মডেল থানার এসআই বিল্লাল হোসেন জানান, আহত আজাহারুলের বাড়ি পুর্বধলার ভুগি গ্রামে। ওই গ্রামেই আমার অভিযুক্ত রবিউলের নানার বাড়ি। ছোট ছেকেই সে নানাবাড়ি থেকে পড়াশোনা করেছে। সেই সুবাদে আজাহারুলের সাথে বন্ধুর সম্পর্ক গড়ে ওঠে।   একসাথে তারা ডিগ্রী পাশও করে।

আজাহারুল প্রেম করার জন্য মেয়েদের নাম্বার চাইলে রবিউল তাকে চাচাতো বোনের ফোন নাম্বার দেয়। পরে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে জানতে পারে মেয়েটি রবিউলের চাচাতো বোন। এ নিয়ে দ্বন্দ্ব হয় তাদের মাঝে। এর আগে অন্য মেয়ের সাথে প্রেম করার জন্য রবিউলের কাছ থেকে আজাহারুল টাকা ধার নেয়। টাকা না দেওয়ায় রবিউল আদালতে সাত ধারা মামলা করেন। সেই মামলার শুনানিতে আজ রোববার আদালত চত্বরে দুজনই হাজির হন। এক পর্যায়ে দুপুরে রবিউল আজাহারুলকে ছুরিকাঘাত করে।

আরও পড়ুন:


খুলনায় স্কুল বন্ধ থাকলেও পিছিয়ে নেই খুদে শিক্ষার্থীদের পড়ালেখা


পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী সত্যতা নিশ্চিত করে জানান, বন্ধুর ছুরিতে আহত ছেলেটি ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি আছে।

এদিকে পুলিশ ছুরি সহ অভিযুক্ত বন্ধু রবিউলকে আটক করে থানা হেফাজতে রেখেছে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে ব্যাবস্থা নেওয়া হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর