শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে না

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে প্রাথমিক পর্যায়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।  

আর ঝরে পড়া ঠেকাতে, স্কুল কেন্দ্রিক পরিকল্পনার পাশাপাশি, বন্ধ হয়ে যাওয়া কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।  

প্রাথমিক বিদ্যালয়ের এই প্রাণবন্ত রূপ আবার কবে দেখা যাবে, তা অনিশ্চিত…

করোনা দুর্যোগে শিক্ষাব্যবস্থায় যে অচলাবস্থা দেখা দিয়েছে, তা কবে কাটবে, কবে শ্রেণিকক্ষ মুখরিত হবে, কেউ জানেন না। সরকার বিটিভি ও অনলাইনের মাধ্যমে যে পাঠদান চালু করেছে, বেশিরভাগ শিক্ষার্থী সেই সুবিধা থেকেও বঞ্চিত।

বাতিল হয়েছে পিইসি পরীক্ষা। যেখানে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩২ লাখ।

আরও পড়ুন:


'সবার জন্য উচ্চশিক্ষা প্রয়োজন কিনা তা ভাবার সময় এসেছে'


সারাদেশে সোয়া লক্ষ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা আড়াইকোটিরও বেশি। চলতি শিক্ষাবর্ষের মূল্যায়ন কেমন হবে তা এখনও অনিশ্চিত।

 

করোনা দুর্যোগের কারণে সব শিশুকে বিদ্যালয়মুখী করতে সরকারের প্রচেষ্টা হোঁচট খেতে পারে। দেখা দিয়েছে ঝরে পড়ার আশঙ্কা। অর্থাভাবে বন্ধ হয়ে যাচ্ছে অনেক
কিন্ডারগার্টেন।

পরিসংখ্যান বলছে, ২০০৫ সালে ঝরে পড়ার হার ছিল, ৪৭.২ শতাংশ। ২০১৫ সালে যা কমে দাঁড়িয়েছে ২০.৪ শতাংশে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল