দুই সপ্তাহ পরই শুরু ক্রিকেটারদের অনুশীলন

দুই সপ্তাহ পরই শুরু ক্রিকেটারদের অনুশীলন

অনলাইন ডেস্ক

সামনেই শ্রীলঙ্কা সফর। সবকিছু ঠিক থাকলে সপ্তাহ দুয়েক পরই শুরু হবে ক্রিকেটারদের প্রাথমিক অনুশীলন। তাই অনুশীলনে যোগ দিতে কোচিং স্টাফরা দেশে আসা করেছেন। কারন ভিনদেশী কাউকে দেশে আসলেই স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সে কারণেই শ্রীলঙ্কাগামী জাতীয় দলের অনুশীলন শুরুর অন্তত ১৫-১৬ দিন আগে রাজধানীতে আসা শুরু হচ্ছে জাতীয় দলের বিদেশি কোচদের। আজ রাত থেকেই বিদেশি
কোচরা রাজধানীতে এসে পৌঁছাবেন।  

প্রথমেই ঢাকায় পা রাখবেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো আর ফিল্ডিং কোচ রায়ান কুক। বাংলাদেশ সময় রাত পৌনে ১২টায় অ্যামির‍্যাটসের ফ্লাইটে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা।

আর রাতটুকু পার হতেই চলে আসবেন আরেক ভিনদেশি কোচ ওটিস গিবসন। জাতীয় দলের এ ক্যারিবীয় পেস বোলিং কোচ ঢাকায় পা রাখবেন সোমবার সকালে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল