পরিকল্পনা বাস্তবায়নে ৫ বছর যথেষ্ট নয়, নিউজ টোয়েন্টিফোরকে আজম নাছির

পরিকল্পনা বাস্তবায়নে ৫ বছর যথেষ্ট নয়, নিউজ টোয়েন্টিফোরকে আজম নাছির

ফাতেমা জান্নাত মুমু

চট্টগ্রামের মত বাণিজ্যিক গুরুত্ব সম্পন্ন শহরে পরিকল্পনা বাস্তবায়নে ৫ বছর যথেষ্ট সময় নয় বলে মন্তব্য করেছেন সিটি কর্পোরেশন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। পরিবর্তন চাইলে নগর উন্নয়নের ধারা অব্যাহত রাখার পরামর্শও তার। তাই দলগুছানোর পাশা-পাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন দায়ীত্বপ্রাপ্ত প্রশাসক ও আগামীর নির্বাচীত মেয়রের সাথেও সমন্বয় করে কাজ করতে চান তিনি।  

news24bd.tv

১৯৯০ সালে প্রতিষ্ঠা করা হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

সে সময় প্রথম মেয়র হন মাহমুদুল ইসলাম চৌধূরী। এর পর একে একে নগর সেবার দায়ীত্ব পায় ৫ মেয়রে। পরে ২০১৫সালে ২৮মার্চ মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আ জ ম নাছির উদ্দীন। বিগত বছর গুলোতে বন্দর নগরি চট্টগ্রামের উন্নয়ন হলেও আধুনিকতার ছোঁয়া লাগে তার আমলেই।

নিউজ টোয়েন্টিফোরের সাথে একান্ত সাক্ষাৎকারে মেয়র হিসেবে সফলতার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

সরকারে সিদ্ধান্ত মেনে সিটি কর্পোরেশনের নতুন দায়ীত্বপ্রাপ্ত প্রশাসক ও আগামীর নির্বাচিত মেয়রের সাথেও কাজ করতে চান আ জ ম নাছির।

news24bd.tv

চট্টগ্রামের রাজনীতিতে বরাবরই ছিলো তার সরব উপস্থিতি। তাই মেয়রের দায়িত্ব ছেড়েই মনোযোগ দিয়েছেন দল গোছানোর কাজে।

সামনের দিনগুলোতে চট্টগ্রামের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে চান আওয়ামী লীগের এই নেতা।


আরও পড়ুন: অভিযান বন্ধের আশ্বাস না পেলে পেঁয়াজ বিক্রি বন্ধ রাখার হুমকি


 

নিউজ টোয়েন্টিফোর/নাজিম