ফের ভূমিকম্পে কেঁপে উঠল মুম্বাই

ফের ভূমিকম্পে কেঁপে উঠল মুম্বাই

অনলাইন ডেস্ক

ভূমিকম্পে ফের কেঁপে উঠল ভারতের মুম্বাই শহর। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে  এই কম্পন অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫। মুম্বইয়ের ১০২ কি.মি. উত্তরে এই কম্পন অনুভূত হয়।

 

দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে,  এ ঘটনায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে, কম্পন মৃদু হলেও তা আতঙ্ক তৈরি হয়েছে বাণিজ্য নগরীতে।

জানা যায়, গত কয়েকদিন ধরে সেখানে ভূমিকম্প অনুভূত হচ্ছে।

এর আগে গত ৪ সেপ্টেম্বর মহারাষ্ট্রে নাসিকের পশ্চিমে রিখটার স্কেলে ৪.০ মাত্রার ভূমিকম্প হয়। এ ছাড়া সেপ্টেম্বরের প্রথম দিনই দু'বার ভূকম্পন অনুভূত হয় মহারাষ্ট্রে।  

আজকের কম্পনে নগরীতে বেশ আতঙ্ক ছড়ায়। ঘর থেকে মানুষ আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। যদিও কম্পন বেশিক্ষণ স্থায়ী হয়নি।  


আরও পড়ুন: ঘূর্ণিঝড় লরার আঘাতে লুজিয়ানায় নিহতের সংখ্যা বেড়ে ২৫


নিউজ টোয়েন্টিফোর/নাজিম