খুলনায় ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার, আটক ১

উদ্ধারকৃত হরিণের মাথা ও মাংস [ছবি: সংগৃহীত]

খুলনায় ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার, আটক ১

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সুন্দরবন থেকে শিকার করা দুটি হরিণের ৫০ কেজি মাংস ও মাথা উদ্ধার করা হয়েছে। আজ বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোনের (সিজি আউটপোস্ট) সদস্যরা খুলনার দাকোপ উপজেলার কালাবগি খাল সংলগ্ন মুচির দোয়ানি এলাকায় অভিযান চালিয়ে এক পাচারকারীর কাছ থেকে হরিণের মাংস উদ্ধার করে।  

আটককৃত হরিণ পাচারকারীর নাম মো. শামীম মিস্ত্রী (৩৩)। সে পাইকগাছা উপজেলার পাটকলপটা গ্রামের বোদর উদ্দিন মিস্ত্রীর ছেলে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট বি এন এম সেলিম বিশ্বাস জানান, শিকারীরা অবৈধভাবে সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস ও চামড়া বিক্রি করছে- এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল দাকোপ উপজেলার কালাবগি খাল সংলগ্ন মুচির দোয়ানি এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০ কেজি হরিণের মাংস, দুটি মাথা এবং ইঞ্জিনচালিত দেশি নৌকা উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধারকৃত মালামাল, হরিণের মাংস ও মাথা নলিয়ান বন অফিসে হস্তান্তর করা হয়েছে। চোরাচালান নিয়ন্ত্রণ ও জন নিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।