নাব্যতা সংকটে পঞ্চম দিনের মত শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল বন্ধ

নাব্যতা সংকটে পঞ্চম দিনের মত শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল বন্ধ

বেলাল রিজভী ও শফিকুল ইসলাম শামীম

নাব্যতা সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে পঞ্চম দিনের মত ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগ বেড়েছে দক্ষিণাঞ্চলের যাত্রীদের। তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক থাকায় গাদাগাদি করে ঝুঁকি নিয়ে পদ্মা পার হচ্ছেন অনেকেই।

ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় পাটুরিয়া ঘাটে সোমবার সকাল থেকে আবারও যানজট শুরু হয়েছে।

এতে ঘাটে আটকে পড়েছে দুই শতাধিক যানবাহন। সংশ্লিস্টরা জানান, নাব্যতা সংকট নিরসনে ড্রেজার দিয়ে পলি অপসারণের কাজ চলছে।


আরও পড়ুন:

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ: পাইপ লাইনের ত্রুটি খুঁজতে মাটি খুঁড়ছে তিতাস


এদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে যানবাহনের চাপ বেড়েছে।   তবে অ্যাম্বুলেন্স, প্রাইভেটকারসহ ছোট যানবাহনকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হলেও আটকে রয়েছে কয়েক’শ পণ্যবাহী ট্রাক।

এ অবস্থায় দুই থেকে তিন দিন ঘাটে আটকে থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ