জাপানে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হেইশেন

জাপানে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হেইশেন

নিজস্ব প্রতিবেদক

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলে আঘাত হেনেছে সামুদ্রিক ঘূর্ণিঝড় হেইশেন। ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে দক্ষিণ কায়সু দ্বীপে আছড়ে পড়ে ঝড়টি।  

হেইশেনের কারণে ইতোমধ্যে ৮০ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে দেশটির আবহাওয়া বিভাগ।

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার বাড়িঘর।


আরও পড়ুন:

নতুন বিক্ষোভে উত্তাল বেলারুশ


ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কায় জাপানের পশ্চিমাঞ্চলের বিভিন্ন কারখানা, বিদ্যালয় ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বন্ধ রয়েছে বিমান পরিষেবা ও ট্রেন যোগাযোগ। হেইশেনের প্রভাবে রেকর্ড পরিমাণ বৃষ্টি এবং উপকূল এলাকায় সামুদ্রিক বন্যার আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের শতর্ক করেছে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।  

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ