বর্জ্য অপসারণ না করায় শের-ই বাংলা মেডিকেল এলাকাই যেন ভাগাড়

বর্জ্য অপসারণ না করায় শের-ই বাংলা মেডিকেল এলাকাই যেন ভাগাড়

রাহাত খান, বরিশাল

দীর্ঘ ৫ মাস ধরে শের-ই বাংলা মেডিকেলের বর্জ্য অপসারণ করেনা সিটি করপোরেশন। এ অবস্থায় জরুরী বিভাগের গেটের পাশে খোলা জায়গায় বর্জ্য ফেলায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে পুরো এলাকা। করোনা মহামারীর এই সময়ে  মেডিকেল বর্জ্যে বড় ধরণের বিপর্যয় হতে পারে বলে আশংকা করছেন অনেকে।

বরিশাল শের-ই বাংলা মেডিকেলের ৫টি প্রবেশ পথের সব চেয়ে গুরুত্বপূর্ণ জরুরী বিভাগের গেট।

এই গেট দিয়েই মেডিকেলে যাতায়াত করেন  শত শত রোগী, স্বজন, ডাক্তার-নার্সসহ কর্মচারীরা।

ভূক্তভোগীদের অভিযোগ, গেল ৫ মাস ধরে জরুরী বিভাগের গেটের পাশে খোলা জায়গায় কয়েকমাস ধরে পুরো মেডিকেলের বর্জ্য ফেলছে কর্তৃপক্ষ। এর মধ্যে করোনা ওয়ার্ডের বর্জ্যও রয়েছে। এ অবস্থায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কাও করছেন অনেকে।


আরও পড়ুন:

নদী ভাঙন: মাদারীপুর ও পিরোজপুরের হাজারো বসত বাড়ী নদী গর্ভে


হাসপাতাল কর্তৃপক্ষের দাবী, করোনা পরিস্থিতির কারণে সিটি করপোরেশন বর্জ্য নেওয়া বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন তারা।   তবে এরই মধ্যে এ বিষয়টি নিয়ে সিটি মেয়রের সাথে কথা বলেছেন সংশ্লিস্টরা ।   

বর্জ্য স্তুপ করে রাখার বিষয় নাকি কিছুই জানে না সিটি করপোরেশন। বরং তারা এর দায় চাপালেন  মেডিকেল কর্তৃপক্ষের উপর।

১ হাজার শয্যা বিশিস্ট শের-ই মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি থাকে  দেড় হাজারেরও বেশি রোগী।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ