রেস্টুরেন্টে পা চুবিয়ে আড্ডা, ঘুরছে রঙিন মাছ

রেস্টুরেন্টে পা চুবিয়ে আড্ডা, ঘুরছে রঙিন মাছ

শাকিলা ইসলাম জুঁই, সাতক্ষীরা

সাতক্ষীরায় বিদেশি ধাঁচের ভিন্নধর্মী এক রেস্টুরেন্ট চালু হয়েছে। দেলোয়ার হেসেন নামে এক যুবক রেস্টুরেন্টের মেঝের মধ্যে স্বচ্ছ পানির ভেতর গোল্ডেন ফিসসহ বাহারি রঙের বিভিন্ন প্রজাতির মাছ ছেড়ে এই রেস্টুরেন্টটি চালু করেন। বৈচিত্রের স্বাদ নিতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে এই রেস্টুরেন্টে খেতে আসেন দর্শনার্থীরা।

news24bd.tv

কোন পুকুর বা এ্যাকুরিয়াম নয়।

ঘরের মেঝেতেই দলবেঁধে স্বচ্ছ পানির মধ্যে সাঁতরে বেড়াচ্ছে গোল্ডেন ফিসসহ বাহারি রঙের ছোট ছোট বিভিন্ন প্রজাতির মাছ। নান্দনিক এসব মাছের মধ্যে পানিতে পা ডুবিয়ে চেয়ার-টেবিলে বসে খাবার গ্রহণের স্বাদ নিচ্ছেন ভোজনপ্রেমিরা।


আরও পড়ুন:

বর্জ্য অপসারণ না করায় শের-ই বাংলা মেডিকেল এলাকাই যেন ভাগাড়


news24bd.tv

সাতক্ষীরা-বিনেরপোতা বাইপাস সড়কের বকচরা এলাকায় গড়ে উঠেছে মৌবন নামে এই ভিন্নধর্মী রেস্টুরেন্টটি। কিছুটা ভিন্নতা আনতেই এই রেস্টুরেন্টটি গড়ে তোলার কথা জানালেন সত্ত্বাধিকারী দেলোয়ার হোসেন।

বিচিত্র এই রেস্টুরেন্টে সব ধরনের মুখরোচক খাবারের সঙ্গে বিনোদন পেতে পরিবার-পরিজন নিয়ে ছুটে আসেন দর্শনার্থীরা। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে ভিন্নধর্মী এই রেস্টুরেন্ট।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ