জোকোভিচের ক্ষমা প্রার্থনা, গুনতে হবে জরিমানা

জোকোভিচের ক্ষমা প্রার্থনা, গুনতে হবে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

আরও একটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের আশা শেষ হয়ে গেল নোভাক জোকোভিচের। ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে দুর্ঘটনাবশত এক লাইন জাজকে বল দিয়ে আঘাত করে ডিসকোয়ালিফাইড হয়েছেন টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট এই সার্বিয়ান।

নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে রোববার ২০তম বাছাই স্পেনের পাবলো কারেনো বুস্তার বিপক্ষে শেষ আটে ওঠার লড়াইয়ে প্রথম সেটে ৬-৫ গেমে পিছিয়ে পড়ে একটু বেশিই হতাশ হয়ে পড়েছিলেন জোকোভিচ। যেন নিজের প্রতি বিরক্ত হয়ে পকেট থেকে একটি বল বের করে পেছনের দিকে হিট করেন, যা গিয়ে লাগে এক লাইন জাজের গলায়।

 

সঙ্গে সঙ্গে বসে পড়তে দেখা যায় ওই নারী লাইন জাজকে। দ্রুত তার দিকে এগিয়ে যান জোকোভিচ এবং ক্ষমা চান। একটু পর সুস্থ হয়ে উঠে দাঁড়ান ওই ম্যাচ অফিসিয়াল। নিয়ম অনুযায়ী শাস্তি এড়াতে পারেননি তিনি।

যার কারনে ছিটকে যান টুর্নামেন্ট থেকে।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ