শুধু ভারতের হাতেই আছে এই ভয়ঙ্কর মিসাইল

শুধু ভারতের হাতেই আছে এই ভয়ঙ্কর মিসাইল

অনলাইন ডেস্ক

অত্যাধুনিক মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম পেল ভারতীয় বাহিনী। শত্রুপক্ষের ব্যালিস্টিক মিসাইল, ফাইটার জেট কিংবা অ্যাটাক হেলিকপ্টার মাঝ আকাশ থেকে নামিয়ে আনতে এই সিস্টেম ব্যবহার করা হয়।

৭০ কিলোমিটার দূর থেকেও ফাইটার জেট নামিয়ে আনা সম্ভব এই সিস্টেমে।

ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ'র সঙ্গে যৌথ উদ্যোগে এই সিস্টেম তৈরি করছে ডিআরডিও।

যে কোনও ধরনের ব্যালিস্টিক মিসাইল, এয়ারক্রাফট, ড্রোনও নামিয়ে আনা সম্ভব এর সাহায্যে। বর্তমানে কেবলমাত্র ভারতীয় নৌসেনা ও এয়ারফোর্সের হাতে আছে এই সিস্টেম।

অবশেষে এই সিস্টেম আসছে ভারতীয় সেনাবাহিনীর হাতে।

ডিআরডিও ইসরায়েলের ওই সংস্থার সঙ্গে ১৭০০০ কোটি টাকার উক্তি স্বাক্ষর করেছে এই সিস্টেম তৈরি করার জন্য।

২০০টি মিসাইল ও ৪০টি ফায়ারিং ইউনিট তৈরি হওয়ার কথা এই চুক্তি অনুযায়ী।
 
এটি যে কোনও পরিবেশে ও আবহাওয়ায় কাজ করতে পারে। রণক্ষেত্রে যে কোনও প্রতিকূল পরিস্থিতিতে কাজ করতে পারে এটি। আগামী তিন বছরের মধ্যে এই মিসাইল সিস্টেম তৈরি হবে বলে জানিয়েছেন এক ভারতীয় সেনা কর্মকর্তা।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর