সরকারি প্রণোদনায় খুশি ফরিদপুরের কৃষকেরা

সরকারি প্রণোদনায় খুশি ফরিদপুরের কৃষকেরা

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরে এবছর দুই দফা বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষতি পুষিয়ে নিতে  বোরো ধানের চারা রোপণ  করতে শুরু করেছে কৃষকরা। সরকারী প্রণোদনা হিসেবে ক্ষতিগ্রস্ত কৃষকদের দেয়া হচ্ছে চারা, সার,বীজ ও কিটনাশক। এতে খুশি কৃষকেরা।

ফরিদপুরে এবার দুই দফা বন্যায় নষ্ট হয়েছে ধান, পাট, তিল, বাদাম, ভুট্টাসহ বিভিন্ন ফসল। ৭টি উপজেলার ১৫ হাজার হেক্টর জমির ফসল হারিয়ে দিশেহারা কৃষক।

news24bd.tv

তবে বানের পানি কমার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে বোরো ধানের চারা লাগাতে শুরু করেছে কৃষকরা। তারা জানান, ধার-দেনা করে লাভের আশায় ফসল উৎপাদন করলেও বন্যার কারণে কষ্টে ফলানো সোনার ফসল এবার ঘরে তুলতে পারেননি।

ক্ষতি পুষিয়ে নিতে তাই তারা এবার আগাম বেরো ধানের চারা রোপণ করছেন।  

ক্ষতিগ্রস্ত কৃষকদের সার, বীজ বিতরণসহ সব ধরণের সহযোগীতা করছেন কৃষি কর্মকর্তারা।

news24bd.tv

এ বছর ফরিদপুরে ৭০ হাজার ৫৩৫ হেক্টর জমিতে বেরো চারা রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংশ্লিস্টরা।

আরও পড়ুন: করোনার ধকল কাটিয়ে স্বাভাবিক ব্যাংকিং লেনদেন কার্যক্রম

নিউজ টোয়েন্টিফোর/নাজিম

এই রকম আরও টপিক