হাসপাতালে ভর্তি সাদেক বাচ্চু

হাসপাতালে ভর্তি সাদেক বাচ্চু

নিজস্ব প্রতিবেদক

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, রবিবার সন্ধ্যা থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন সাদেক বাচ্চু। পরে রাত ১০টার দিকে শ্বাসকষ্ট বাড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সাদেক বাচ্চুর করোনা টেস্ট করার কথা রয়েছে বলেও জানান তিনি।  

এদিকে, দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর দোওয়া চেয়েছে সাদেক বাচ্চুর পরিবার।

সাদেক বাচ্চুর আসল নাম মাহবুব আহমেদ সাদেক। ১৯৬৩ সালে খেলাঘরের মাধ্যমে রেডিওতে অভিনয় শুরু করেন সাদেক বাচ্চু।

একই সঙ্গে মঞ্চেও বিচরণ করেন। প্রথম থিয়েটার ‘গণনাট্য পরিষদ। ’ ১৯৭২-৭৩ সালে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যখন এদেশের সাংস্কৃতিক বলয় নতুনভাবে তৈরি হচ্ছিল, তখন যোগ দেন গ্রুপ থিয়েটারের সাথে। দীর্ঘ পথ পেরিয়ে ১৯৭৪ সালে প্রথম টেলিভিশন নাটকে অভিষিক্ত হন।


আরও পড়ুন: লঙ্কা দূর্গে গতির ঝড় তোলতে প্রস্তুত এবাদত হোসেন


নিউজ টোয়েন্টিফোর/নাজিম