গতি হারিয়েছে জার্মানির শিল্প উৎপাদন

গতি হারিয়েছে জার্মানির শিল্প উৎপাদন

নিজস্ব প্রতিবেদক

জার্মানিতে গেল জুলাইয়ে শিল্প উৎপাদনসহ অর্থনৈতিক পুনরুদ্ধার ব্যাপক গতি হারিয়েছে। জুলাইয়ে দেশটির শিল্প উৎপাদন ১ দশমিক ২ শতাংশ বেড়েছে।  

যা গেল জুনে ৯ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিলো বলে সোমবার জানিয়েছে জার্মান পরিসংখ্যান কার্যালয় ডেস্টাটিস। এএফপি জানায়, দেশটির শিল্পোৎপাদন গেল জুলাইতে ৪ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছিলো।

তবে প্রত্যাশার তুলনায় বৃদ্ধি অনেক কম হওয়ায় হতাশ হয়েছেন সংশ্লিষ্টরা।


আরও পড়ুন:

মারাত্মক খাদ্য সংকটের ঝুঁকিতে পড়তে পারে চীন


বর্তমানে মূলত দেশটির গাড়ি খাতের কারণেই প্রবৃদ্ধি ঘটছে বলে জানিয়েছেন জার্মান এলবিবিডব্লিউ এর মুখপাত্র। ওই খাতের ৬ দশমিক ৯ শতাংশ উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে নির্মাণ খাতের ৪ দশমিক ৩ শতাংশ পতন হয়েছে বলে জানানো হয়েছে এলবিবিডব্লিউ ব্যাংকের পক্ষ থেকে।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

সম্পর্কিত খবর