নকলের অভিযোগে ছাত্রীদের নগ্ন করে তল্লাশি!

প্রতীকী ছবি

নকলের অভিযোগে ছাত্রীদের নগ্ন করে তল্লাশি!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ছাত্রীদের নগ্ন করে তল্লাশি করার অভিযোগে অভিযুক্ত দুই নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তল্লাশির কথা অস্বীকার করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। ভারতের পুনের মহারাষ্ট্র একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং (এমআইটি) বিশ্বশান্তি গুরুকুলে এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্থান টাইমস।

শনিবার এ বিষয়ে চার ছাত্রী অভিযোগ করার পর ওই দুই নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার করা হয়।

তারা জানায়, যেখানে তাদের পোশাক খুলে তল্লাশি করা হয় সেখানে প্রতিষ্ঠানের আরও শিক্ষার্থী ছিল। ওই দুই নারী নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় মামলাও দায়ের করা হয়েছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বলেন, নকল নিয়ে পরীক্ষার হলে ঢুকতে না দেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা এমন অভিযোগ করছেন।

ছাত্রীরা বিষয়টি প্রথমে অভিভাবকদের জানায়। পরে তারা স্থানীয় পুলিশকে এ নিয়ে অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ২১, ২৬ ও ২৮ ফেব্রুয়ারি এইচএসসি পরীক্ষার আগে এই ঘটনা ঘটে।

ঘটনার শিকার এক ছাত্রী বলেন, ওরা প্যান্ট, অ্যাপ্রোন ও জামা খুলে নকল খুঁজতে শুরু করে। অনেকে বলেছে যাদের মাসিক চলছে তাদের বাথরুমে নিয়ে গিয়ে কথার সত্যতা পর্যন্ত যাচাই করেছে। আমি প্রতিবাদ করি তাই আমাকে তারা স্পর্শ করেনি। পুলিশ জানায়, অভিযোগের বিষয়ে তারা তদন্ত করে দেখছে।

সম্পর্কিত খবর