তারকাদের ফেসবুক ‘আইডি নিরাপত্তা দুর্বলতার’ কারণে ঘটছে হ্যাকের ঘটনা

ফাতেমা কাউসার

তারকাদের ব্যক্তিগত ফেসবুক আইডি ও ফ্যানপেজ হ্যাক হওয়ার ঘটনা ঘটছে প্রায়ই। এতে বেশ বিব্রতকর অবস্থায় তাঁরা। যেই তালিকায় রয়েছে মিডিয়ার সব অঙ্গনের কমবেশি তারকা।

পুলিশের সাইবার ক্রাইম ইউনিট বলছে, তারকাদের আইডির নিরাপত্তা দুর্বলতার কারণেই অতি সহজেই হ্যাক করতে পারছেন হ্যাকাররা।

গত কয়েক বছর ধরে কোনো ফেসবুক আইডি নেই চিত্রনায়িকা মৌসুমীর। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর নামে সন্ধান করলেই মিলছে এমন অসংখ্য ছবিযুক্ত আইডি কিংবা ফ্যানপেজ। যা দিয়ে প্রায়ই প্রতারণার স্বীকার হচ্ছেন তার ভক্তরা।

এই ধরনের অভিজ্ঞতার স্বীকার হয়েছেন এমন তারকার সংখ্যা শুধু একজন নয়।

যেই তালিকায় রয়েছে পূর্ণিমা, রিয়াজ, মাহিয়া মাহি, চম্পা, মিশা সওদাগর, জায়েদ খান, আফরান নিশো, মেহেজাবিন, তানজিন তিশাসহ অনেক নামকরা শিল্পীর নাম।

news24bd.tv

ভুয়া একাউন্টে এমন প্রতারণার ঘটনায় ভাবমূর্তি নষ্ট হচ্ছে তারকাদের। এমন বাস্তবতায় আইডি নিরাপত্তায় পুলিশের আরো কঠোর হওয়ার কথা বললেন ভুক্তভোগী তারকারা।

সাইবার ক্রাইমের অতিরিক্ত পুলিশ কমিশনার জানান ‘এসব আইডির নিরাপত্তা শক্তিশালী না হওয়ার কারণেই সহজেই হ্যাক করছে হ্যাকাররা।


আরও পড়ুন: 

ফারুকের অবস্থা আশঙ্কাজনক, দেশবাসীর দোয়া চাইলেন স্ত্রী


শুধু তারকারাই নয় সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের আইডিও হ্যাক হচ্ছে হরহামেশাই। এই পর্যন্ত প্রায় ২০জন হ্যাকার গ্রেপ্তার হলেও মেলেনি এর স্থায়ী কোনো সমাধান। আর তাই পুলিশের আরো বেশি নজরদারির দাবি করেছেন সবাই।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর